Corona - CoV19 | Results WordPress Plugin

cov19

করোনাভাইরাস বলতে ভাইরাসের একটি শ্রেণীকে বোঝায় যেগুলি স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদেরকে আক্রান্ত করে। মানুষের মধ্যে করোনাভাইরাস শ্বাসনালীর সংক্রমণ ঘটায়। এই সংক্রমণের লক্ষণ মৃদু হতে পারে, অনেকসময় যা সাধারণ সর্দিকাশির ন্যায় মনে হয় (এছাড়া অন্য কিছুও হতে পারে, যেমন রাইনোভাইরাস), কিছু ক্ষেত্রে তা অন্যান্য মারাত্মক ভাইরাসের জন্য হয়ে থাকে, যেমন সার্সমার্স এবং কোভিড-১৯। অন্যান্য প্রজাতিতে এই লক্ষণের তারতম্য দেখা যায়। যেমন মুরগির মধ্যে এটা উর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ ঘটায়, আবার গরু ও শূকরে এটি ডায়রিয়া সৃষ্টি করে। মানবদেহে সৃষ্ট করোনাভাইরাস সংক্রমণ এড়ানোর মত কোনো টিকা বা অ্যান্টিভাইরাল ওষুধ আজও আবিষ্কৃত হয়নি।

করোনাভাইরাস রাইবোভিরিয়া পর্বের নিদুভাইরাস বর্গের করোনাভিরিডি গোত্রের অর্থোকরোনাভিরিন্যা উপ-গোত্রের সদস্য।[১][২] তারা পজিটিভ সেন্স একক সূত্রবিশিষ্ট আবরণীবদ্ধ বা এনভেলপড ভাইরাস। তাদের নিউক্লিওক্যাপসিড সর্পিলাকৃতির। এর জিনোমের আকার সাধারণত ২৭ থেকে ৩৪ কিলো বেস-পেয়ার (kilo base-pair) এর মধ্যে হয়ে থাকে যা এ ধরনের আরএনএ ভাইরাসের মধ্যে সর্ববৃহৎ।[৩] করোনাভাইরাস শব্দটি ল্যাটিন ভাষার করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ “মুকুট”। কারণ দ্বিমাত্রিক সঞ্চালন ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ভাইরাসটির আবরণ থেকে গদা-আকৃতির প্রোটিনের কাঁটাগুলির কারণে এটিকে অনেকটা মুকুট বা সৌর করোনার মত দেখায়। ভাইরাসের উপরিভাগ প্রোটিন সমৃদ্ধ থাকে যা ভাইরাল স্পাইক পেপলোমার দ্বারা এর অঙ্গসংস্থান গঠন করে। এ প্রোটিন সংক্রমিত হওয়া টিস্যু বিনষ্ট করে। ভাইরাসটি ডাইমরফিজম রুপ প্রকাশ করে। ধারনা করা হয়, প্রাণীর দেহ থেকে এই ভাইরাস প্রথম মানবদেহে প্রবেশ করে। 

Source: Wikipedia

 

কিভাবে দেখাবেন আপনার ওয়েব সাইটে করোনা আক্রান্তের লাইভ কাউন্টার?

 
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে করোনা ভাইরাসের লাইভ আপডেট দেখাতে আমাদের প্লাগিন ইন্সটল করুন।
 
Step 1: প্লাগিন ইন্সটল করতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাসবোর্ড এ লগিন করুন এর পর Plugin এর নিছে থেকে Add New Plugin এ ক্লিক করুন।
Step 2: এর পর ডান পাশে থাকা সার্চবক্স এ টাইপ করুন Corona Result Bangladesh এবং এন্টার চাপুন। নিচের মত সার্চ রেজাল্ট পাবেন । এখন ইন্সটল এ ক্লিক করন । ইন্সটল হয়ে গেলে এক্টিভ এ ক্লিক করুন।
Step 3: প্লাগিন ইন্সটল ডান ।এখন সাইড বার থেকে নিচের ছবির মত এ্যপেয়ারেন্স এর নিচে থাকে উইটগেট এ ক্লিক করুন ।
Step 4: এখান থেকে আপনার পছন্দ মত আমাদের ২ টার মধে যে কোন একটা কাউন্টার আপনু ইউজ করতে পারবেন ।
Step 5: অথবা আপনি চাইলে শর্ট কোড এর মাধমে ও দেখাতে পারেন।
শর্ট কোড ১ঃ [ corona_bd_result ] 
শর্টকোড২ঃ [ corona_world_result ] 
ব্রাকেট এর ভেতরে থাকা সকল স্পেস রিমুভ করে দিতে হবে।
 
 

Screenshots

For iFrame Please use below Code:

Copy And Paste your Website

<iframe src=”https://coronacase.xyz/frame/” style=”border:0px #ffffff none;” name=”myiFrame” scrolling=”no” frameborder=”1″ marginheight=”0px” marginwidth=”0px” height=”400px” width=”1000px” allowfullscreen></iframe>

Contributed By: 
synthia-soft-logo

Hope you have liked the plugin. If you have any request or feedback or queries please feel free to reach us at info@synthiasoft.com