কিভাবে দেখাবেন আপনার ওয়েব সাইটে করোনা আক্রান্তের লাইভ কাউন্টার?
আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটে করোনা ভাইরাসের লাইভ আপডেট দেখাতে আমাদের প্লাগিন ইন্সটল করুন।
Step 1: প্লাগিন ইন্সটল করতে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ড্যাসবোর্ড এ লগিন করুন এর পর Plugin এর নিছে থেকে Add New Plugin এ ক্লিক করুন।
Step 2: এর পর ডান পাশে থাকা সার্চবক্স এ টাইপ করুন Corona Result Bangladesh এবং এন্টার চাপুন। নিচের মত সার্চ রেজাল্ট পাবেন । এখন ইন্সটল এ ক্লিক করন । ইন্সটল হয়ে গেলে এক্টিভ এ ক্লিক করুন।
Step 3: প্লাগিন ইন্সটল ডান ।এখন সাইড বার থেকে নিচের ছবির মত এ্যপেয়ারেন্স এর নিচে থাকে উইটগেট এ ক্লিক করুন ।
Step 4: এখান থেকে আপনার পছন্দ মত আমাদের ২ টার মধে যে কোন একটা কাউন্টার আপনু ইউজ করতে পারবেন ।
Step 5: অথবা আপনি চাইলে শর্ট কোড এর মাধমে ও দেখাতে পারেন।
শর্ট কোড ১ঃ [ corona_bd_result ]
শর্টকোড২ঃ [ corona_world_result ]
ব্রাকেট এর ভেতরে থাকা সকল স্পেস রিমুভ করে দিতে হবে।